খেলাধূলা ডেস্ক :
চাইলে যেকোনো মুহূর্তে দেশে চলে আসতে পারতেন। মা-সন্তান-শাশুড়িসহ পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে শয্যাশায়ী। কিন্তু এমন অবস্থায়ও দেশকেই বেছে নিলেন টাইগার অলরাউন্ডার। দেশের হয়ে তৃতীয় ওয়ানডে খেলেই দক্ষিণ আফ্রিকা ছাড়বেন বলে জানিয়েছিলেন তিনি। অবশেষে গণমাধ্যমের বরাতে জানা গেছে, আজ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলে বৃহস্পতিবারই (২৪ মার্চ) দেশে ফিরবেন তিনি।
পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পরই আলোচনা উঠেছিল–সাকিব বাকি ম্যাচ খেলবেন নাকি দেশে ফিরে যাবেন। তার দেশে ফেরা নিয়ে একেকবার একেক রকম বক্তব্য পাওয়া যায় বিসিবির তরফে। শেষমেশ চূড়ান্ত হয় সিরিজ শেষ করেই দেশে ফিরবেন সাকিব।
এদিকে, সাকিব দেশে ফিরে যাচ্ছেন বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটিতে যে তিনি থাকছেন না, সেটি একপ্রকার নিশ্চিত। তবে দ্বিতীয় টেস্টের আগে পরিবারের সদস্যরা সুস্থ হয়ে গেলে আবারও ফিরতে পারেন তিনি।
এদিকে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, নিজের মা-সন্তান ও শাশুড়ির অসুস্থতা সত্ত্বেও সাকিব যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন, এটা দেশের জন্য সাকিবের সেক্রিফাইস।
বেশ কিছুদিন ধরেই হাসপাতালে রয়েছেন সাকিবের মা শিরিন আক্তার। এমনিতেই হার্টের জটিলতা রয়েছে তার। অবস্থা কিছুটা খারাপ হওয়ায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে সাকিবের মাকে। যদিও আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো স্বাভাবিক অবস্থা ফেরেনি বলেই খবর।
কদিন আগেই এক বছর পূর্ণ হওয়া সাকিবের একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেজো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রিও ঠান্ডা জ্বরে ভুগছে। তিনজনই দাদির সঙ্গে একই হাসপাতালে ভর্তি আছে।
এ ছাড়া সাকিব আল হাসানের শাশুড়ি ক্যানসারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, তার অবস্থা বেশ সংকটাপন্ন।