স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে রাজনীতির মাঠে নেমে পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। আওয়ামী লিগের তিন আসনের মনোনয়ন কিনেছেন টাইগার দলপতি। মনোনয়ন পাকা করতে ছুটছেন নেতাদের কাছেও। এবার তার পক্ষে কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দেশের রাজনীতিতে নির্বাচনের হাওয়া লেগেছে। তফসিল ঘোষণার পর থেকেই আটঘাট বেঁধে নেমে পড়েছেন প্রার্থীরা। মনোনয়ন বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সেই মনোনয়নের প্রসঙ্গে শুক্রবার (২৪ নভেম্বর) সংবাদ সম্মেলনে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে প্রশ্ন আসে সাকিব আল হাসানের মনোনয়ন কেনার বিষয়ে। তবে ক্রিকেট খেলা অবস্থায় সাকিবের রাজনীতিতে আসার প্রসঙ্গ উঠলে তার পক্ষেই কথা বললেন কাদের। তার মতে, সাকিবের রাজনীতি করার অধিকার আছে।
তিনি বলেন, ‘প্রতিবেশী দেশে তারকাদের মনোনয়ন দেয়ার রেওয়াজ আছে। সাকিবের রাজনীতি করার চিন্তা-ভাবনা আছে। জনগণের সেবা করবে। তার মনোনয়ন নেয়ার অধিকার আছে।’
এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির প্রথম দিনেই ঢাকা-১০, মাগুরা ১ ও ২ আসনের মনোনয়ন ফরম কেনেন সাকিব। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে গিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন টাইগার অধিনায়ক।