হোম অন্যান্যসারাদেশ সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় কলেজ প্রভাষককে শোকজ

অনলাইন ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোকপ্রকাশ ও সরকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় শিক্ষক রুস্তম আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া মুনছুর আলী ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক।

রোববার (২০ আগস্ট) রাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মুনছুর আলী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল হারুনার রশিদ (হারুন)। এর আগে গত বৃহস্পতিবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

মুনছুর আলী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল হারুনার রশিদ (হারুন) বলেন, রুস্তম আলী গত ১৪ আগস্ট তার ফেসবুক ওয়ালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে লেখেন, ‘জালেম সরকারের হাত থেকে মুক্তি পেলেন সাঈদী’। বিষয়টি গত ১৬ আগস্ট আমার দৃষ্টিগোচর হয়। মাউশির পরিপত্র অনুযায়ী, আমরা সরকারি কর্মকর্তা, সরকার, শিক্ষকসহ ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে হেয়প্রতিপন্ন করে কোনো মন্তব্য করতে পারি না। পরে এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে গত বৃহস্পতিবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ বিষয়ে কথা বলার জন্য শিক্ষক রুস্তম আলীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন