হোম আন্তর্জাতিক সাইফার মামলায় অভিযুক্ত ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:

সাইফার মামলায় অভিযুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান ও ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি।

সোমবার (২৩ অক্টোবর) বিশেষ আদালতে তাদের দুজনকে অভিযুক্ত করা হয়।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত বিশেষ আদালতে এই মামলার শুনানি হয়। সিআরপিসি ২৬৫-ডি-এর আওতায় এই দুই নেতার মামলা বন্ধের আবেদনের পরই তাদের অভিযুক্ত করা হলো।

আদালিয়া কারাগারের বাইরে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফআইএ) শাহ খাওয়ার বলেন, ‘ইমরানকে আজ অভিযুক্ত করা হয়েছে এবং অভিযোগ আদালতে পড়ে শোনানো হয়েছে।’

ক্ষমতা থেকে উৎখাতের প্রমাণ হিসেবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একটি তারবার্তা ফাঁস করতে চেয়েছিলেন বলে মামলায় অভিযোগ আনা হয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থা বলছে, ওই তারবার্তার মাধ্যমে ইমরান প্রমাণ করতে চেয়েছিলেন, পাকিস্তানের ক্ষমতাধর সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে সরিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সেনাবাহিনী ইমরানের ওই দাবি নাকচ করে দিয়েছে।

ইমরান খানের আইনজীবীরা বলছেন, এই মামলায় দোষী সাব্যস্ত হলেইমরান খানের সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড হতে পারে।

আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন আগামী ২৭ অক্টোবর সাক্ষীদের আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন। সে পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। তবে মামলার শুনানিকালে কুরেশি ও ইমরান এই মামলায় নিজেদের নির্দোষ দাবি করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন