হোম জাতীয় সাংবাদিক রুবেল হত্যাকাণ্ড, কুষ্টিয়ার এসপির প্রত্যাহার দাবি

জাতীয় ডেস্ক :

নিখোঁজ সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার ঘটনায় কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলমের প্রত্যাহার দাবি করেছেন সাংবাদিক নেতারা। শুক্রবার (৮ জুলাই) সাংবাদিক রুবেলের দাফন শেষে এ দাবি জানান তারা।

এর আগে বৃহস্পতিবার (৭ জুলাই) নিখোঁজের চার দিন পর কুষ্টিয়ার গড়াই নদী থেকে রুবেলের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ৩ জুলাই রাতে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় থেকে নিখোঁজ হন তিনি।

এদিকে শুক্রবার (৮ জুলাই) সকাল ১১টায় মরদেহ কুষ্টিয়া পৌর গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। জানাজা ও দাফনে সাংবাদিক সহকর্মী, স্বজনসহ অসংখ্য মানুষ অংশ নেন।

পরে পৌর গোরস্থানের সামনে থেকে সাংবাদিকরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে কুষ্টিয়া-ঝিনাইদহ, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। এতে জেলার সর্বস্তরের গণমাধ্যমকর্মী অংশ নেন।

এ সময় সাংবাদিক নেতারা রুবেল হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে সঠিক বিচারের দাবি জানিয়ে কুষ্টিয়ার প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং কুষ্টিয়ার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাফিলতির কারণেই এই হত্যাকাণ্ড হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

উপস্থিত সাংবাদিকেরা কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলমের প্রত্যাহার দাবি জানিয়ে স্লোগান দেয়। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আতিকুর রহমান সাংবাদিক নেতাদের দাবির সঙ্গে সহমত পোষণ করে ২৪ ঘণ্টার মধ্যেই রুবেল হত্যায় জড়িত খুনিদের গ্রেফতারের আশ্বাস দেন। পরে বিক্ষোভ সমাবেশ আপাতত সমাপ্তি ঘোষণা করেন সাংবাদিক নেতারা।

এদিকে রুবেল হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবার ও সহকর্মীরা।

উল্লেখ্য, ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় তার মোবাইলে একটি কল এলে এ সময় তার অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল। এরপর থেকে তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ হয়ে যায়। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের ৪ দিন পর ৭ জুলাই গড়াই নদী থেকে উদ্ধার করা হয় সাংবাদিক রুবেলের মরদেহ। হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন