হোম খুলনাসাতক্ষীরা সাংবাদিকের কাছে চাঁদা দাবি ও মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: থানায় লিখিত অভিযোগ

সাংবাদিকের কাছে চাঁদা দাবি ও মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: থানায় লিখিত অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 48 ভিউজ

কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের শেখ আমিনুর রহমানের পুত্র সাংবাদিক শেখ ফিরোজ আহম্মেদের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের দাবিকৃত তিন লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে দাবি অভিযোগকারীর। এই ঘটনায় সাংবাদিক শেখ ফিরোজ আহম্মেদ থানায় হাজির হয়ে চাঁদাবাজি ও মৎসঘেরে বিষ প্রয়োগের ঘটনা উল্লেখ করে স্থানীয় সন্ত্রাসী বহু হত্যা চেষ্টা মামলা ও অগ্নিসংযোগ মামলার আসামি একই এলাকার (মহেশকুড় গ্রামের) শেখ শোকর আলীর ছোট ছেলে শেখ তাজিম আহমেদ সহ আরো ৩/৪ জনকে বিবাদী করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী শেখ ফিরোজ আহম্মেদ স্থানীয় দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এলাকাজুড়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে রিপোর্টিং করায় বিবাদী শেখ তাজিম তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে আসছে। অভিযোগ অনুযায়ী শেখ তাজিম একজন মাদকসেবী, নারী উত্ত্যক্তকারী ও চাঁদাবাজ প্রকৃতির ব্যক্তি বলেও উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, সাংবাদিক ফিরোজের বাড়ির সামনে অবস্থিত তার প্রায় ৪ বিঘা আয়তনের মৎস্য ঘেরে মৎস্য চাষ সচল রাখার জন্য সম্প্রতি তিন লাখ টাকা চাঁদা দাবি করেন শেখ তাজিম ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় ২১ নভেম্বর গভীর রাত প্রায় ১টা ৩০ মিনিটের দিকে বিবাদী শেখ তাজিম ও তার ৩/৪ জন সহযোগী শেখ ফিরোজ আহমেদের মৎস্য ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ থেকে উল্লেখ করা হয়। অভিযোগে আরো বলা হয়,ঘটনার সময় শেখ ফিরোজ আহমেদ তার বসতবাড়ির সামনে রাস্তায় বসিয়া ঘের পাহারা দিচ্ছিলেন।এসময় টর্চের আলোয় ঘেরের ভেড়িতে তাজিম কে বিষ প্রয়োগ করা অবস্থায় দেখতে পাইয়া ডাক চিৎকার করিলে উল্লেখিত স্বাক্ষীরাসহ সকলে ধাওয়া করিলে তাজিম ও তার সহযোগীরা পালাইয়া যায়।সকালে দেখা যায়, মাছ ভেসে উঠছে এবং চারদিকে বিষের তীব্র গন্ধ ছড়াচ্ছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।

এ বিষয়ে একইদিন বিকাল ৪টা ৩০ মিনিটে মহিষকুড় গ্রামের একটি দোকানের সামনে অভিযোগকারী ফিরোজের সঙ্গে তাজিমের মুখোমুখি দেখা হলে অভিযুক্ত শেখ তাজিম পুনরায় তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। যার প্রতিবাদ করলে ফিরোজকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও খুনের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ আছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ফিরোজের ভাই শেখ ফেরদৌস আহম্মেদসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

ঘটনা খতিয়ে দেখতে গিয়ে দেখা যায়,শেখ তাজিমের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা চেষ্টা, ঘর জ্বালানো, চাঁদাবাজি,চুরিসহ প্রায় ৩/৪ (জি,আর/নন জি, আর) মামলা আদালতে চলমান রয়েছে। তাছাড়াও চলতি নভেম্বর মাসের ১০ তারিখ হইতে আজ ২৩ তারিখ পর্যন্ত এই ১৩ দিনে কালিগঞ্জ থানায় শেখ তাজিমের বিরুদ্ধে চাঁদাবাজি,নারী উত্যক্তকারী, ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে অর্থ দাবি, চুরি, হত্যার হুমকি ও সাইবার ক্রাইম এ্যাক্ট অপরাধসহ বিভিন্ন অভিযোগে প্রায় আটটি অভিযোগ দাখিল হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন