হোম অন্যান্যসারাদেশ সাংবাদিককে মামলায় ফাঁসানোর হুমকি পুলিশ উপ পরিদর্শক জিয়ারত আলীর

নিজস্ব প্রতিনিধি :

আইনগত সহয়তা চাওয়ায় সাংবাদিকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিলেন এবার পুলিশ উপ-পরিদর্শক। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জাগো প্রতিদিনের জেলা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল দৈনিক সাতক্ষীরা এবং দৈনিক সংকল্পের নিজস্ব প্রতিনিধি কিশোর কুমারকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি পাটকেলঘাটা থানা উপ পরিদর্শক জিয়ারত আলীর বিরুদ্ধে।

মঙ্গলবার(২৪আগষ্ট) রাত ৯টার দিকে সাংবাদিকের প্রতিবেশী গনেশপুর গ্রামের আয়ুব আলী মোড়লের একটি সাধারন ডায়েরির বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। ঘটনার বিবরনে জানা যায়, গত ২১/৮/২০২১তারিখে গনেশপুর গ্রামের মৃত নওশের আলী মোড়লের ছেলে আয়ুব আলী মোড়লর পাটকেলঘাটা থানায় একটি মিছিং ডায়েরী করেন। সাধারন ডায়েরী নং- ৮৪৬।

গতকাল রাতে ডায়েরীর বিষয়ে আইনগত সহযোগিতার জন্য আয়ুব মোড়ল, তার চাচতো ভাই শিমুল ও ঐ সাংবাদিক থানায় যান। অতপর বিষয়টি নিয়ে পাটকেলঘাটা থানা পরিদর্শক আলহজ্ব নাজমুল হুদার কাছে গেলে তিনি ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা জিয়ারত আলীকে বিষয়টি আইনগত ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেন।

সবশেষে তদন্তকারী কর্মকর্তা জিয়ারত আলীর কাছে আইনি সহয়তার জন্য গেলে ভুক্তভোগী সাংবাদিককে হুমকি দিয়ে তার সাথে থাকা বাদী ও এবং সাথে থাকা যুবকের পরিচয় নেন। এরপর তার ব্যাক্তিগত ডায়েরীর

সকলের নাম ঠিকানা লিখে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। এসময় তিনি বলেন, আমি ২২ বছর ধরে দারোগাগিরি করছি আপনার এসব পেপারের নামও শুনিনি প্রয়োজনে আমি বাদী হয়ে মামলা দিব। আপনারা পুলিশেকে কি মনে করেন?

বিষয়টি নিয়ে গত রাতে সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল)হুমায়ন কবিরের সাথে কথা বললে তিনি বিষয়টি দেখছি বলে জানান।

এ বিষয়ে পাটকেলঘাটা থানা পরিদর্শক (তদন্ত)বাবলু রহমান খানের সাথে কথা বললে তিনি জানান, আসেন একসময়ে বিষয়টি দেখব ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন