মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
আবেগ, শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন যশোরের মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক লায়লা আফরোজ লাবলী। মঙ্গলবার কলেজের শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক বাবুল আকতারের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক অধ্যাপক আব্বাস উদ্দিন,অধ্যাপক বিদ্যুৎ রায় ,অধ্যাপক মিতা রায়, অধ্যাপক মঞ্জু বিশ্বাস, অধ্যাপক এম আলাউদ্দিন, অধ্যাপক মোঃ মফিজুর রহমান, অধ্যাপক মোঃ মিজানুর রহমান প্রমূখ। বিদায়ী শিক্ষক লায়লা আফরোজ লাবলী কলেজের জন্ম লগ্ন ১৯৯৩ সাল থেকে অধ্যাবধি সুদীর্ঘ সময় ধরে নিষ্ঠা ও সুনামের সাথে শিক্ষকতা করেছেন। অনুষ্ঠানে বক্তারা তাঁর স্মরণীয় অবদান, শ্রেণিকক্ষের মজাদার মুহূর্ত এবং ছাত্রছাত্রীদের জন্য তাঁর নিরলস পরিশ্রম ফুটে ওঠে। তিনি শুধু একজন শিক্ষিকা নন, ছিলেন এই প্রতিষ্ঠানের প্রাণ। তাঁর স্নেহ, শৃঙ্খলা ও নিষ্ঠা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আফরোজা মাহমুদ বলেন, লায়লা অফরোজ লাবলী ছিলেন, আমাদের কলেজের একজন আদর্শ শিক্ষিকা। তাঁর নিষ্ঠা, সততা ও মাতৃসুলভ আচরণ শিক্ষার্থীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।”বিদায়ী শিক্ষক লায়লা আফরোজ লাবলী আবেগঘন কণ্ঠে বলেন,এই কলেজ, এই শিক্ষার্থীরা এবং সহকর্মীদের ভালোবাসা সব সময় আমার হৃদয়ে থাকবে। আমি কৃতজ্ঞ যে, এমন একটি মহান পেশায় জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় কাটাতে পেরেছি। অনুষ্ঠানের শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা, স্মারক সম্মাননা ও উপহার প্রদান করা হয়। কলেজ পরিবারের পক্ষ থেকে সকলেই তাঁর সুস্বাস্থ্য ও সুখময় অবসর জীবন কামনা করেন। অনুষ্ঠানটি এক আবেগময় পরিবেশে শেষ হয়।