রাজনীতি ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সর্বশক্তি দিয়ে ভোট কেন্দ্রে নেয়ার আহ্বান জানিয়েছেন বাগেরহাট-২ (কচুয়া-সদর) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময়।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার চিরুলিয়া বিষ্ণুপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় এ আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ প্রার্থী শেখ তন্ময় বলেন, ‘এখন বিএনপি মাঠে নেই। স্বাভাবিকভাবেই মাটির সঙ্গে মিশে গেছে। আগামী নির্বাচনের পর আমরা এদেরকে (বিএনপি) কবর নিয়ে রাজনৈতিক জানাজা পড়িয়ে ছাড়ব ইনশাআল্লাহ। লন্ডনে কোর্ট টাই পরে ভিডিও কলের মাধ্যমে এই দেশের নেতৃত্ব দেয়া যাবে না।’
তিনি বলেন, ‘আপনাদের ক্ষমতা ও সাংগঠনিক শক্তি দিয়ে ভোটারদেরকে উপস্থিত করবেন। প্রমাণ করবেন এই অঞ্চলের মানুষ স্বাধীনতার পক্ষে আছে এবং থাকবে। এ অঞ্চলের মানুষ উন্নয়ন চায়। আগামীতেও উন্নয়ন অব্যাহত থাকবে।’
বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী সভায় শেখ তন্ময়ের বোন ফজিলাতুন্নেছা অনন্যা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, তালুকদার আব্দুল বাকি, শরীফা খানমসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।