নিজস্ব প্রতিনিধি :
সরুলিয়া ইউপি চেয়ারম্যান ও পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইয়ের মা কোহিনুর বেগম'(৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারনে শনিবার দুপুরে নিজ বাড়ি বড়বিলা গ্রামে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে স্বামী ও চার ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। মাগরিব নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
এদিকে তার মৃত্যুর খবরে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে , তালা উপজেলার আ”লীগ সভাপতি নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, আ”লীগ সাংগঠনিক সম্পাদক ও সবেক ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান, শ্রমিকলীগ নেতা আব্দুর রব পলাশ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
