রাজনীতি ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের মানুষ আজ জেগে উঠেছে। এই সরকারের হাতে আর সময় নেই। তারুণ্যের সমাবেশ শেষে সারাদেশে পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার ঢাকায় পদযাত্রা শেষে বিএনপি নতুন কর্মসূচি নিয়ে চিন্তাভাবনা করছে।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে বিএনপির বিভাগীয় পদযাত্রা কর্মসূচি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার বিচার বিভাগ ও রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। দিনের ভোট রাতে করেছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।’
বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু তার বক্তব্যে বলেন, ‘দেশের ১৭ কোটি মানুষকে নিয়ে বিএনপি এক দফার আন্দোলন শুরু করেছে। যেকোনো মূল্যে এই দুর্নীতিবাজ সরকারকে ক্ষমতা ছেড়ে যেতে হবে।’
ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়াসহ অন্য নেতারা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বেলা ১২টার দিকে শহরের কাঠপট্টিতে দলীয় কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে রাজবাড়ী রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। প্রায় ৪ কিলোমিটার পদযাত্রা করেন নেতাকর্মীরা।
এর আগে শহরের বিভিন্ন উপজেলা, পাড়া-মহল্লা থেকে মিছিল, ব্যানার, ফেস্টুন নিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জাসাসসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হন। লোকে লোকারণ্য হয়ে উঠে তাদের পদযাত্রা।
