মোংলা প্রতিনিধি:
মোংলায় বঙ্গবন্ধু ক্যানেলের ভরাট হওয়া চর অবৈধ দখল বন্ধ ও দখলকারীদের উচ্ছেদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় মেরিন ড্রাইভ সড়কে মোংলা বন্দর ঘাট শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত অবৈধ ভাবে নদীর ভরাটি চর দখল করে নিচ্ছে ভুমি দস্যুরা। সর্বশেষ গত কয়েকদিন আগে ঘাট শ্রমিকের বিশ্রামের ঘরটি দখল করে নেয় ভুমিদস্যু গয়না টিটু। দ্রুত সময়ের মধ্যে ঘাট শ্রমিকদের দখল হওয়া জায়গাসহ সকল অবৈধ দখল উচ্ছেদ করা না হলে মোংলা বন্দরে কর্মরত সকল শ্রেনীর শ্রমিকরা ঐক্যবদ্ধ ভাবে কর্মবিরতী পালনের ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কয়েক’শ শ্রমিক অংশ নেয়।