হোম ফিচার সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে শনিবার যথারিতী এক্সট্রা ক্লাস নেয়া হয়েছে

নড়াইল অফিস :

সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে শনিবার যথারিতী এক্সট্রা ক্লাস নেয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান গেট বন্ধ রেখে পিছনের পকেট গেট দিয়ে শিক্ষার্থীদের প্রবেশ করানো হয়। কোন প্রকার মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

করোনার ক্রমবর্ধমান সংক্রমন থেকে কমলমতি শিশুদের সুরক্ষিত রাখতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার দুই সপ্তাহ্ বন্ধের সরকারি সিদ্ধান্ত শনিবার থেকে কার্যকর করা হলেও নড়াইল সরকাকি উচ্চ বিদ্যালয়ে তা মানতের দেখা যায়নি।

বিদ্যালয়ের প্রধান গেট বন্ধ রেখে পিছনের পকেট গেট দিয়ে শিক্ষার্র্থীদের বিদ্যালয়ে ঢোকানো হয়েছে। বিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে ছাত্রদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। প্রতিটি শ্রেনী কক্ষে এক্সট্রা ক্লাস নেয়া হচ্ছে। এক একটি বেঞ্চে বসানো হয়েছে তিন/চার শিক্ষার্থী, বিন্দুমাত্র স্বাস্থ্য বিধির বালাই নেই সেখানে।

সময় সংবাদের উপস্থিতিতে পরে শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেয়া হয়। শিক্ষার্থীরা বলছে, ক্লাস চালু থাকায় তাদের বাধ্য হয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে।

এ বিষয়ে কথা বলতে প্রধান শিক্ষককে খোঁজ করে পাওয়া না গেলেও সরকারি বিধ না মানার ক্ষেত্রে খোঁড়া অজুহাতের শেষ নেই সাধারণ শিক্ষকদের, এ সময় ক্যামেরা বন্ধেরও অপচেষ্টা চালান হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন