হোম রাজনীতি সম্মিলিত প্রচেষ্টায় নদী রক্ষা করতে হবে: কামরুল ইসলাম

সম্মিলিত প্রচেষ্টায় নদী রক্ষা করতে হবে: কামরুল ইসলাম

কর্তৃক Editor
০ মন্তব্য 94 ভিউজ

রাজনীতি ডেস্ক:

সকলের সম্মিলিত প্রচেষ্টায় নদী রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচর ঠোডা ঘাট এলাকায় নৌকার র‍্যালি শেষে এ মন্তব্য করেন তিনি।

কামরুল ইসলাম বলেন, বুড়িগঙ্গা উদ্ধারের দায়িত্ব আমাদের সবার। দখলদার থেকে নদী রক্ষায় আমাদের মাঠে নামতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নদী রক্ষা করতে হবে।

তিনি বলেন, দখলদার যত বড় প্রভাবশালী হোক না কেন আমাদের নদী রক্ষায় আমাদের শপথ করতে হবে। সরকারের কাঁধে ভর করে যারা নদী দখল করে তাদের প্রশ্রয় দেয়া যাবে না। নদীতে ময়লা ফেলব না নোংরা করব না; এই শপথ আমাদের নিতে হবে। সরকারকে সহযোগিতার মাধ্যমে নদী রক্ষা সম্ভব। নদী দখলকারীদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব।

তিনি আরও বলেন, স্মার্ট প্রত্যয় নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। যারা সমাজে আগুন সন্ত্রাস করছে আমরা সবাই এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াব। উন্নয়নের অগ্রযাত্রায় যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই সরকারের আন্দোলনের বিরুদ্ধে যারা থাকবে তাদের প্রতি আমাদের ঘৃণা।

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনের জন্য আরও পাঁচ বছর অপেক্ষা করুন। দেশের মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন