হোম জাতীয় ‘সবুজ সংকেত’ পেলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

‘সবুজ সংকেত’ পেলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

কর্তৃক Editor
০ মন্তব্য 63 ভিউজ

নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে কাতার সরকারের। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় পৌঁছাবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স- এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই কাতারের রয়েল অ্যাম্বুলেন্স এসে ম্যাডামকে লন্ডনে নিয়ে যাবে। সব ব্যবস্থাই কাতার কর্তৃপক্ষ করেছে।’

এনামুল হক জানান, জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়টিও কাতার সরকারের ব্যবস্থাপনার অংশ। তিনি বলেন, ‘আমরা নয়, পুরো ব্যবস্থাপনাই করছে কাতার। সাবেক প্রধানমন্ত্রীর জন্য অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।’

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো আগের মতোই গুরুতর। ফ্লাই করার সক্ষমতা তিনি অর্জন করেননি বলেই লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে। গত দুই দিনে মেডিকেল বোর্ডের একাধিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করা হয়েছে।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যিনি শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন