নিজস্ব প্রতিনিধি:
ইয়াবা সেবনের ছবিসহ পত্রিকায় সংবাদ প্রকাশের পর সাতক্ষীরায় মিছিল করেছে মাদক ব্যবসায়ীরা।
বুধবার বিকাল ৬ টার দিকে শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে জেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজান, রুবেল ও মাহমুদুল আলম বিবিসি’র নেতৃত্বে এই ঝটিকা মিছিল করা হয়।
মিছিলে খুলনা রোড মোড় এবং বাস টার্মিনাল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী দাঁতাল সাইদুল, মামুন, সাইফুল, আব্দুল হাই, আকাশ, রনি, আলি, ইন্তিসহ শহরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যরা অংশগ্রহন করেছিল।
উল্লেখ্য, গত ২৬ জুলাই রাতে এই মাদক সিন্ডকেট গ্রুপের অন্যতম হোতা রেজাউলকে ডিবি পুলিশ সদর হাসপাতালের সামনে থেকে ইয়াবা ও গাজাসহ গ্রেপ্তার করার পর থেকে বেপরোয়া হয়ে উঠে অন্যান্য মাদক কারবারিরা। সম্প্রতি চিহ্নিত মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী মিজান রুবেল এবং মাহমুদুল আলম বিবিসি মাদকের টাকা যোগান দেয়াসহ তুচ্ছ কারনে বাস টার্মিনালের শ্রমিকদের দফায় দফায় পেটানো শুরু করে। এনিয়ে ৯ আগষ্ট মাহমুদুল আলম বিবিসি’র ইয়াবা সেবনের সচিত্র সংবাদ দৈনিক কালেরচিত্র পত্রিকায় প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর এ মাদক কারবারি সিন্ডিকেটের হোতাদের রীতিমতো গাত্রদাহ শুরু হয়।
যার জেরে বুধবার বিকেলে ওইসব মাদক ব্যবসায়ী ও সেবীরা দৈনিক কালেরচিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাত বারের নির্বাচিত সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের বিরুদ্ধে শহরে ঝটিকা মিছিলটি করে। মাহমুদুল আলম বিবিসি’র বিরুদ্ধে শ্রমিকলীগের সাইনবোর্ড ব্যবহার করে পদবানিজ্য, মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দেয় এবং রাতদিন মাদক সেবনের অভিযোগ রয়েছে বহুদিন থেকে।
এদিকে, মাদকসেবী ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের এধরনের কর্মকান্ডে হতভম্ব হয়েছেন জেলার সচেতন মহল, সাংবাদিক মহল, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকল শ্রেণি-পেশার মানুষ। এধরনের মাদক কারবারি ও অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনতে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপও কামনা করেছেন তারা।
