সংকল্প ডেস্ক :
বিশিষ্ট সাংবাদিক, সংকল্প নিউজের উপ-সম্পাদক ও দৈনিক কল্যাণের সাতক্ষীরা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়নার জন্মদিনে সংকল্প নিউজের পক্ষ থেকে তাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
তার আগামী দিনের পথচলা শুভ হোক কামনা করে তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানান সংকল্প নিউজের সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নিজাম সরদার, বার্তা সম্পাদক স্দৈ শামসের ই এলাহী (পরশ), সহ-সম্পাদক অন্তর বিশ্বাস সহ সংকল্প নিউজ পরিবারের সকলেই।