হোম অর্থ ও বাণিজ্য শ্রমিক ধর্মঘটের প্রভাবে কাঙ্ক্ষিত ব্যবসা হয়নি চা মালিকদের

বাণিজ্য ডেস্ক :

শ্রীমঙ্গলে মৌসুমের দশম চা নিলামে কাঙ্ক্ষিত ব্যবসা হয়নি। শ্রমিকদের ধর্মঘটের ১৯ দিন চাপাতা না তোলায় মান নষ্ট হয়েছে। এতেই প্রভাব পড়েছে বলে মনে করছেন মান নিয়ন্ত্রকরা।

চা বাগানের শ্রমিকরা কাজে ফেরার পর প্রথম নিলামের প্রতি সবার বিশেষ নজর ছিল। তবে ব্যবসায়ীরা প্রথমেই হোঁচট খান। যেখানে সাধারণত প্রতি নিলামে দুই থেকে আড়াই লাখ কেজি চা বিক্রির জন্য তোলা হয়, সেখানে বুধবার (৭ সেপ্টেম্বর) মাত্র ৮৫ হাজার কেজি চা নিলামে উঠেছে।

এ বিষয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল টি ব্রোকার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হেলাল আহমদ বলেন, বায়াররা এসেছেন, কিন্তু তাদের চায়ের মান পছন্দ হয়নি। মূলত ধর্মঘটের কারণে চায়ের মান নষ্ট হয়েছে।

দীর্ঘদিন চা উত্তোলন না করার ফলে চায়ের মান নষ্ট হয়েছে বলে মনে করছেন চায়ের মান নিয়ন্ত্রকরা। শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের চায়ের মান নিয়ন্ত্রক শফিকুল ইসলাম বলেন, ধর্মঘটের কারণে চায়ের মান নষ্ট হয়ে গেছে।

তবে চা বাগান সংশ্লিষ্টরা আগামী নিলামে ভালো ব্যবসা করার আশা প্রকাশ করেন। এ বিষয়ে শ্রীমঙ্গলের টি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ইসলাম মনির বলেন, ‘ভালো চা একদমই নেই, এমন কিন্তু নয়। বায়াররা মূলত আসেননি। আশা করছি পরবর্তী নিলামে তারা আসবেন।’

শ্রীমঙ্গলের ক্লোনেল চা বাগানের ব্যবস্থাপক রনি ভৌমিক বলেন, চায়ের দাম আগের তুলনায় বেড়েছে। আশা করছি, পরবর্তী নিলামে দাম আরও বাড়বে এবং ভালো মানের চাও থাকবে।

উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে ৯ থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশের চা বাগানের শ্রমিকরা ধর্মঘট পালন করেন। এ সময় চায়ের উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন