এম জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :
সাতক্ষীরা জেলার অন্তর্গত শ্যামনগর উপজেলা এ উপজেলায় রয়েছে ১২ টি ইউনিয়ন। তার মধ্য ৯ টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন এ নির্বাচনে শ্যামনগর উপজেলার মধ্যস্থলে অবস্থিত আটুলিয়া ইউনিয়ন এ ইউনিয়নে ও অনুষ্ঠিত হবে নির্বাচন ।
আটুলিয়া ইউনিয়নে ভোটার সংখ্যা ৩০১৪১, জন এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন, সাধারণ ইউপি সদস্য পদে ৪৮ জন, ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ১৭ জন ।
ব্যাপকভাবে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা এক উৎসবমুখর পরিবেশ, তার সাথে চলছে মাইকিং, মোটরসাইকেল শোডাউন, প্রার্থীরা করছে পথসভা, উঠান বৈঠক । আটুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে গাজী কামরুল ইসলাম, আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আবু সালেহ বাবু, মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামাল উদ্দিন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল হোসেন গাজী, ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী জি এম লাভলু, চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার গাইন, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাতপাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম মোস্তফা কামাল ।
আমরা সরেজমিন আটুলিয়া ইউনিয়ন ৯, টি ওয়ার্ডে ঘুরে জানতে পারি স্থানীয় ভোটারদের চাওয়া সুস্থ এবং নিরা পক্ষ নির্বাচন চায় তারা। তারা নিজেদের ভোট নিজেরাই প্রয়োগ করতে চায়, তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে , তাতে যেন কোনো বিঘ্ন না ঘটে সে ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় ভোটাররা । সেইসাথে প্রার্থীদের দাবি অতীতে সাতক্ষীরা সদর ও কালীগঞ্জ উপজেলায় ভোটাররা যেভাবে নিরপেক্ষ ভোট দিতে পেরেছে সে ভাবে যদি শ্যামনগরের ইউনিয়নগুলোতে ভোট হয় তাহলে প্রশাসন তথা সরকারের ওপর আস্থা থাকবে বলে জানান চেয়ারম্যান প্রার্থীরা।
