হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরে রিট হুমায়ুনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

শ্যামনগরে রিট হুমায়ুনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

কর্তৃক
০ মন্তব্য 99 ভিউজ

শ্যামনগর প্রতিনিধি :

শ্যামনগররে যেখানে রিট হুমায়ুনকে গ্রেফতার করতে পুলিশের উপর হামলার ঘটনায় মানব বন্ধন, যেখানে পুলিশের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কি ভাবে নিরাপত্তা পাবে ?

গত কাল ৪ই জুন ২০২০ তারিখে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শ্যামনগর প্রেসক্লাব চত্বরে মানব বন্ধন শেষে থানা ঘেরাও করে অত্যাচারী হুমায়ুন কবিরের বিচার দাবি করে এলাকাবাসী।

মানববন্ধনে উল্লেখ যে, গত ২ই জুন ২০২০ মঙ্গলবার বেলা সাড়ে বারটার দিকে শ্যামনগর থানা পুলিশের একটি টিমের প্রায় সাত সদস্য হুমায়ূন কবীরকে তার নিজ বাড়ি থেকে আটক করে। ডজনের অধিক মামলার আসামী হুমায়ুন তার বিরুদ্ধে সদ্য দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনসহ সর্বশেষ তিনটি মামলায় জামিনে না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাই।

আসামী হুমায়ুনকে ধৃতকালে হুমায়ুনের ভাই আলী হায়দারের নেতৃত্বে তার পরিবার ও পাড়াপড়শিরা পুলিশের উপর হামলা করে। যদিও পুলিশ হুমায়ুনকে আটক করতে সমর্থ হলেও পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক মারাত্মকভাবে আহত হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

এছাড়া শ্যামনগর থানা পুলিশের আরও চার সদস্য হুমায়ুন বাহিনীর হামলায় সামান্য আহত হলেও তারা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

চিকিৎসকরা জানিয়েছে এক্স-রে রিপোর্টে উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাকের ডান হাতের পিছনের অংশে মারাত্মক ইনজুরি দেখা হয়েছে। এবং হুমায়ুনকে জেল হাজতে প্রেরণ করা হলেও পুলিশের কাজে বাঁধা প্রদান ও হামলার ঘটনায় শ্যামনগর থানায় কোন মামলা দ্বায়ের হয়নি।

এই নিয়ে সাধারণ মানুষের আতঙ্কসৃষ্টি হয়েছে। মানুষের মুখে মুখে একটাই কথা যেখানে পুলিশের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কি ভাবে নিরাপত্তা পাবে ?

এ মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের জি.এম. আল-ফারুক, সুনীল বৈদ্য, হিমাংশু জোয়াদ্দার, মনো মিস্ত্রীসহ আরও অনেকে। মানব-বন্ধনে বক্তারা বলেন, রমজাননগর ইউনিয়নের বাসিন্দা হুমায়ুনের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। হামলা, মামলা দিয়ে নানা রকম হয়রানি চালিয়ে যাচ্ছে এই হুমায়ুন।

তার মামলার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। কয়েকদিন আগে পুলিশ তাকে গ্রেফতার করলেও পুলিশের উপরও হামালা চালিয়েছে। পুলিশ যখন নিরাপত্তা পায় না তখন আমরা গ্রামের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। আমরা নিরাপত্তা চাই।

মানব-বন্ধনে সুনীল বৈদ্য বলেন, আমাদের মন্দির দখল করে নিয়েছে এই হুমায়ুন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়েও আমরা নিরাপত্তা পাচ্ছি না। রমজাননগরের অত্যাচারী হুমায়ুনের হাত থেকে বাঁচতে চাই।
মানব বন্ধন থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এলাকাবাসী।

শ্যামনগর প্রেসক্লাব চত্বরে মানব বন্ধন শেষে রমজাননগর ইউনিয়নের শত শত গ্রামবাসী থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচী পালন করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ¦ নাজমুল হুদা বলেন, রমজাননগর গ্রামের আবুল হোসেনের ছেলে হুমায়ুনের বিরুদ্ধে থানায় ১৮টি মামলা রয়েছে। সে সব মামলা বিচারাধীন রয়েছে। সম্প্রতি তাকে তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ প্রশাসন সোচ্চার রয়েছে। নির্যাতিত কোন মানুষ তার বিরুদ্ধে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন