হোম খুলনাসাতক্ষীরা শ্যামনগরে নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভাইয়া টেস্ট ক্যাম্প অনুষ্ঠিত

শ্যামনগরে নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভাইয়া টেস্ট ক্যাম্প অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 40 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

আজ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় নারী স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখতে লিডার্স প্রধান কার্যালয়ে আয়োজিত হলো একদিনব্যাপী বিশেষ গাইনোকোলজিক্যাল এবং জরায়ু ক্যানসার শনাক্তকারী ভাইয়া টেস্ট ক্যাম্প। এ আয়োজনটি বাস্তবায়ন করে স্থানীয় উন্নয়ন সংস্থা লিডার্স। সহযোগিতায় রয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।
এই ক্যাম্পে গাইনোকলজিক্যাল বিভিন্ন সমস্যা ও জরায়ুমুখ ক্যানসার (Cervical Cancer) প্রতিরোধে ভাইয়া টেস্ট এর মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও পরামর্শ সেবা গ্রহণ করেন। উপস্থিত নারীরা শুধুমাত্র টেস্টই নন, পাশাপাশি সচেতনতা ও স্বাস্থ্যশিক্ষা সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন।
ক্যাম্পে নেতৃত্ব দেন ফ্রেন্ডশিপ এর অভিজ্ঞ গাইনোকলজিস্ট ও টিম লিডার ডা: উম্মে কুলসুম, অনকোলজিস্ট ডা: জেসিকা ভেটস, প্যারামেডিক মোক্তেদা সুলতানা। ডা: উম্মে কুলসুম বলেন, “নারীদের অনেকেই লজ্জা বা ভয় থেকে সময়মতো চিকিৎসা নেন না। ভাইয়া টেস্ট একটি সহজ, দ্রুত ও কার্যকর পদ্ধতি, যার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে জরায়ু ক্যানসার শনাক্ত সম্ভব।”
লিডার্স-এর এডভোকেসি অফিসার তমালিকা মল্লিক বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু সেবা দেওয়া নয়, নারীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা। তারা যেন আগেই সতর্ক হন এবং প্রয়োজনে যথাসময়ে চিকিৎসা নেন।”
এই উদ্যোগে অংশ নেওয়া নারীদের জন্য ফলোআপ নির্দেশনাও প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা ক্যাম্পের আয়োজন ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। লিডার্স ও ফ্রেন্ডশিপ এর যৌথ এ প্রচেষ্টা গ্রামীন নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন