বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। শুক্রবার(২৩ সেপ্টেম্বর) বিকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।
চিকিৎসকের অবহেলায় মারা যাওয়ায় ওই রোগীর নাম মুনসুর গাজী(৭০)। তিনি শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
মুনসুর গাজীর ছেলে মোঃ সানি গাজী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, শুক্রবার বিকালে তার পিতার শ্বাসকষ্ট শুরু হলে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় সেখানে এসময় তার শ্বাসকষ্ট তীব্র আকার ধারন করলেও দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. শাকির হোসেন ও ডা. মজিদ জানান, সেখানে পর্যাপ্ত অক্সিজেন নেই। যতগুলো সিলিন্ডার ছিলো সব শেষ হয়ে গেছে। কিছুক্ষন পর সন্দীপ নামের এক স্থানীয় স্বেচ্ছাসেবক একটি অক্সিজেন নিয়ে এলেও তার আগে শ্বাসকষ্টে ছটফট করতে করতে মারা যায় তার পিতা মুনসুর গাজী। এসময় ওই ডাক্তারদের কক্ষে গিয়ে তিনটি অক্সিজেন সিলিন্ডার থাকার প্রমান মেলে যা প্রয়োজনের সময় দেওয়া হয়নি। এ নিয়ে তাদের সাথে চরম দুর্বব্যহার করেন ওই চিকিৎসকরা। তারা ওই চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সটির জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক শাকির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ওই রোগী মারা গেছেন। সেখানে পর্যাপ্ত অক্সিজেন ছিলো। অক্সিজেনের অভাবে ওই রোগী মারা গেছেন এই তথ্য সঠিক নয়।