হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরে চুরির অভিযোগে আটক-৩

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যমনগরে গভীর রাতে চুরির সময় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল আশাশুনি উপজেলার আনুলিয়া গ্রামের কপিলউদ্দীন নিকারীর ছেলে মোঃ মাসুম শিকারী (৩৬), একই গ্রামের হোকমত গাজীর ছেলে বাবু গাজী(২২) এবং , একই উপজেলার প্রতাপনগর এলাকার ইয়কুব মোল্যার ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩২)।

পুলিশ জানায় গতকাল রাতে থানা এলাকায় বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরির সারজ্ঞাম উদ্ধার করা হয়।

শ্যামনগর থানা পরিদর্শক (ওসি) ওয়াহিদ মুর্শেদ জানায়, চুরির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই পেশাদার চোর বলে জানা গেছে। জিজ্ঞাসবাদে তারা চুরির বিষয়টি স্বীকারও করেছে।তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা দ্বায়ের করা হয়েছে । বুধবার(১১আগষ্ট) সকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন