এম জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :
পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বলেছেন সুন্দরবন এলাকার নিরাপত্তা লক্ষ্যে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। নিরাপত্তার স্বার্থে আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগরে আরো একটি থানা ও একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাবনা দেওয়া হবে। একই সাথে এখানে পুলিশের একটি আধুনিক গেস্টহাউস নির্মাণ করা হবে।
রবিবার (২ জানুয়ারি) সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে নির্মিত রিভারভিউ ঘাট উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, শ্যামনগরের সহকারী কমিশনার ভূমি মোঃ শহিদুল্লাহ ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোরশেদ প্রমূখ ।
পরে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন সুন্দরবনের বিভিন্ন দৃষ্টিনন্দন স্পট পরিদর্শন করেন।