জাতীয় ডেস্ক :
রাজধানীর দোলাইপাড়ে একটি বাসা থেকে রাফি (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
শুক্রবার (৩০ সেপ্টম্বর) বেলা ৩টার দিকে ৫৪নং পশ্চিম ধোলাইপাড়ের চতুর্থ তলার বাসা থেকে মরদরহটি উদ্ধার করা হয়। তিনি যে বাসায় আত্মহত্যা করেছেন সেটি তার শ্বশুরবাড়ি।
স্বজনরা জানান, রাফির বাড়ি কদমতলির পূর্ব দোলাইপাড় এলাকায়। একটি লাইট ফ্যাক্টরিতে কাজ করতেন তিনি। ধারণা করা হচ্ছে, স্ত্রী আফসানার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, রাফি ৭/৮ মাস আগে বিয়ে করেছেন। এরপর থেকে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। স্ত্রী আফসানার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাসার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রাফির মরদেহ পাওয়া যায় বলেও জানান সাইফুল ইসলাম।
