হোম অন্যান্যসারাদেশ শৈলকুপায় বাসের ধাক্কায় পথচারী নিহত

ঝিনাইদহ(ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় বাসের ধাক্কায় আরিফ শেখ (৬০), নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ শেখ ওই উপজেলার রানীনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সকালে বৃদ্ধ আরিফ শেখ রাস্তা পার হচ্ছিল। এসময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পুলিশ তার লাশ উদ্ধার করে, পরিবারের কাছে হস্তান্তর করেছে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন