জাতীয় ডেস্ক :
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে উদ্ধার হওয়া হাতি শাবকটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে রাখা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে শাবকটি হস্তান্তর করা হয়।
জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের বনকুড়া গ্রাম থেকে উদ্ধার করা হাতির শাবকটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার ভোরে (২৯ এপ্রিল) শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম খানের নির্দেশে বন বিভাগের কর্মকর্তারা ওই শাবকটিকে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
শেরপুরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহীন কবির শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে তিনি বলেন, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে আদালতের নির্দেশ পাওয়ার পর হাতির শাবকটিকে একটি ট্রাকে করে নালিতাবাড়ী থেকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়। পরে আজ ভোরে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে শাবকটিকে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, সোমবার (২৫ এপ্রিল) নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বনকুড়া গ্রাম থেকে হাতির শাবকটিকে উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। এ সময় হাতিটির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বনকুড়া গ্রামের মো. আবদুর রউফ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম বাদী হয়ে আবদুর রউফ ও আবদুল করিমের বিরুদ্ধে লাইসেন্স ব্যতীত হাতি শাবকটিকে নিজ হেফাজতে রাখার অভিযোগে ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে নালিতাবাড়ী থানায় মামলা করেন।
বন বিভাগ জানায়, সম্প্রতি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি গ্রামের আবদুল করিমের কাছ থেকে নালিতাবাড়ী উপজেলার বনকুড়া গ্রামের আবদুর রউফ ছয় বছর বয়সী একটি হাতির শাবক নালিতাবাড়ীর বনকুড়া গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন।
শাবকটি এলাকায় এনে বাজারে বাজারে গিয়ে চাঁদা তোলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় বিষয়টি বন বিভাগ জানাতে পেরে গত সোমবার জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা সুমন সরকার ও সদর রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল আলম, মধুটিলা ইকোপার্কের রেঞ্জার আবদুল করিমসহ বন বিভাগের কর্মকর্তারা হাতির শাবকটিকে উদ্ধার করেন।