হোম খুলনাবাগেরহাট শেখ হাসিনার পতনের এক বছর উপলক্ষে মোংলায় বিএনপির  সমাবেশ ও বিজয় র্যালি

শেখ হাসিনার পতনের এক বছর উপলক্ষে মোংলায় বিএনপির  সমাবেশ ও বিজয় র্যালি

কর্তৃক Editor
০ মন্তব্য 138 ভিউজ

জসিম উদ্দিন:
শেখ হািাসনা দেশ ছেড়ে পালিয়ে যাবার এক বছর উপলক্ষে মোংলায় সবাবেশ ও বিজয় র্যালি করেছে বিএনপির নেতা কর্মিরা। মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে পৌর শহরের শ্রমিক সংঘ চত্তরে অনুষ্ঠিত হয় সমাবেশ। মোংলা পৌর বিএনপির সভাপতি আলহাজ¦ জুলফিকার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাগেরহাট জেলা বিএনপির  সদস্য সচিব মোজাপ্পর আলম ও বিশেষ অতিথি বিাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, মোংলা পৌর বিএনপির সাধারন সম্পাদক মাহাবুবর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, সাধারন সম্পাদক আবু হোসেন পনি। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তালুকদার নাসিরসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকসহ সংক অঙ্গসংগঠনের নেতা কর্মিরা।
সমাবেশে বক্তারা বলেন, দির্ঘ ১৭ বছর ফ্যাসিস শেখ হানিার বিরুদ্ধে আন্দোলন করে শত শত মামলার আসামী হয়ে জেল জুলুমের শিকার হয়েছেন, বিএনপির লাখ লাখ নেতা কর্মি। এখন কেউ কেউা মনে করছেন, মাত্র কয়েক দিনে তারা শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে হাজার হাজার নেতা কর্মিদের অংশগ্রহনে বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো পদক্ষিন শেষে শ্রমিক সংঘ চত্তরে এসে শেষ হয়।সমাাবেশে  বিএনপির ও সকল অঙ্গসংগঠনের নেতা কর্মিরা অংশনেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন