যশোর অফিস:
শুরু হয়েছে যশোর পৌরসভার নির্বাচন। সকাল আট থেকে যশোর পৌরসভার ৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণের লক্ষ্যে ৪৭৯টি ইভিএম মেশিনে এ ভোট গ্রহণ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি কেন্দ্রের জন্য অতিরিক্ত আরো ৫০ শতাংশ ইভিএম মেশিন সরবরাহ করা হয়েছে। এ নির্বাচনে এক হাজার ৪৫০জন নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
এছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১২শ’ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে রয়েছে। এ নির্বাচনে কাউন্সিলর পদে ৪৭জন ও নারী কাউন্সিলর পদে ১৩জন প্রতিদ্বিন্দিতা করছেন। পৌরসভার এক লাখ ৪৬ হাজার ৫৯২জন ভোটার প্রথমবারের মত ইভিএমএ ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।
যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে বিএনপির প্রার্থী ইতিমধ্যে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।