হোম জাতীয় শুধু বড় বড় সংখ্যার বাজেট, ভবিষ্যতের কোনও নির্দেশনা নেই: মান্না

শুধু বড় বড় সংখ্যার বাজেট, ভবিষ্যতের কোনও নির্দেশনা নেই: মান্না

কর্তৃক
০ মন্তব্য 94 ভিউজ

অনলাইন ডেস্ক :

২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় শুধু কিছু বড় বড় সংখ্যা দেখানো হয়েছে কিন্তু এতে ভবিষ্যতের কোনও দিকনির্দেশনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে বাজেট-পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্নার দাবি, ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপন করা হলেও প্রকৃত অর্থে অর্থনৈতিক উত্তরণ এবং ভবিষ্যৎ পথ পরিক্রমার কোনও দিকনির্দেশনা নেই। এটি সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত, উচ্চাকাঙ্ক্ষী একটি গতানুগতিক বাজেট।’

তিনি বলেন, ‘জিডিপি প্রবৃদ্ধি দেখানোর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন প্রমাণ করতে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, যার মধ্যে ১ লাখ ৯০ হাজার কোটি টাকার ঘাটতি বাজেট। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা যা সম্পূর্ণরূপে অসম্ভব। তার মানে এই বাজেট বাস্তবায়ন করতে গেলে ঘাটতি বাজেট আরও বড় হবে।’

মান্না বলেন, ‘এই করোনা মহামারিতে স্বাস্থ্যখাতের যে করুণ দশা স্পষ্ট হয়েছে, তা থেকে উত্তরণের জন্য প্রকৃতঅর্থে গঠনমূলক কোনও ব্যবস্থা এই বাজেটে নেওয়া হয়নি।’ যেসব প্রকল্প নিয়ে অনেক সমালোচনা হয়েছে, সেসব প্রকল্পকেই সরকারের বিশেষ উদ্যোগ হিসেবে দেখানো হয়েছে বলেও মন্তব্য করেছেন মান্না।

তিনি বলেন, ‘সংকট কাটিয়ে অর্থনৈতিক উত্তরণের জন্য প্রস্তাবিত কিছু প্রণোদনার কথা বলা হয়েছে, যা কেবলমাত্র কিছু ব্যাংক লোন, যা ব্যাংকিং খাতকে আরও রুগ্ন করে তুলবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন