হোম খুলনাসাতক্ষীরা শিশু ও যুবদের সুরক্ষায় খেলাধুলা-বান্ধব পরিবেশ গঠনে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিশু ও যুবদের সুরক্ষায় খেলাধুলা-বান্ধব পরিবেশ গঠনে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 55 ভিউজ
নিজস্ব প্রতিনিধি :
শিশু ও যুবদের সুরক্ষা, সুস্বাস্থ্য ও ইতিবাচক বিকাশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে খেলাধুলা ও শরীরচর্চায় অংশগ্রহণ জোরদারের লক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ব্রেকিং দ্যা সাইলেন্স’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: হুসাইন শওকত।
প্রধান অতিথির বক্তব্যে মো: হুসাইন শওকত বলেন, ‘শিশুদের খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে হবে। তাহলেই তারা মাদক, মোবাইল ফোনসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত আসক্তি থেকে দূরে থাকবে।’ তিনি আরও উল্লেখ করেন, সাতক্ষীরা খেলাধুলার জন্য সম্ভাবনাময় একটি জেলা হলেও এখানে পর্যাপ্ত খেলাধুলার অবকাঠামো নেই। শিশুদের জন্য উপযুক্ত খেলার মাঠ তৈরিতে প্রশাসন ও স্থানীয় উদ্যোগের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। বিশেষ করে নারীদের জন্য একটি পৃথক ও নিরাপদ খেলার মাঠ স্থাপনে জেলা প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, ‘শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করে। স্কুল শেষে শিক্ষার্থীরা যাতে অযথা কোচিং নির্ভরতায় না পড়ে, সেজন্য সরকারি কোচিং নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, সাতক্ষীরায় খেলাধুলার পরিবেশ উন্নয়নে প্রাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও ক্রীড়া সংগঠনগুলো এগিয়ে এলে জেলার খেলাধুলার মাঠগুলো পর্যায়ক্রমে খেলার উপযোগী করে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিশু সংগঠনের প্রতিনিধিরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন