খেলাধূলা ডেস্ক:
দীর্ঘ সময় ধরে কোচিংয়ের বাইরে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আর কোনো দলের ডাগআউটে দেখা যায়নি তাকে। কিন্তু এই অবস্থায় বেশি দিন থাকতে চান না তিনি, শিগগিরই ফিরতে চান কোচের ভূমিকায়।
সম্প্রতি ফরাসি আউটলেট টেলিফুটের সঙ্গে আলাপকালে জিদান বলেন, ‘ফ্রান্সে বাস করা আর কাজ? কিছুই বাতিল করা যাচ্ছে না। আমি জানি কোনটা চাই আর কোনটা চাই না। বিরতি নিলেও আমার সামনে একটা অফার আছে। শিগগিরই আমি নিজেকে বলতে পারব, আবার কোচ হচ্ছি।’
গুঞ্জন ছিল, ফ্রান্সের কোচ হতে পারেন জিদান। কিন্তু দলটির বর্তমান কোচ দিদিয়ের দেশমের সঙ্গে ফ্রান্সের ২০২৬ সাল নাগাদ চুক্তি হয়েছে। অর্থাৎ নিকট ভবিষ্যতে কিলিয়ান এমবাপ্পের কোচের ভূমিকায় যে জিদানকে দেখা যাবে না, তা তো মোটামুটি নিশ্চিতই। জিদানের সামনে নাকি প্রস্তাব ছিল যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও পর্তুগালেরও। যদিও শেষে পর্তুগাল রবার্তো মার্টিনেজকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
দুই মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করেছেন জিদান। কোচ হিসেবে এখন পর্যন্ত তিনি সফলও। টানা তিনবার স্প্যানিশ ক্লাবটিকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। যা অনেক কোচের কাছে স্বপ্নের মতো।