নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে চুরি হওয়া দুটি মটর সাইকেল উদ্ধার সহ এক চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে সাতক্ষীরার রাজার বাগান এলাকা থেকে আটক করা হয়। আটককৃত চোরের নাম রবিউল বাসার(৩৬)। সে সাতক্ষীরা সদরের রাজার বাগান এলাকার মৃত করিম গাজীর ছেলে।
শ্যামনগর থানা পরিদর্শক কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুরি হওয়া হিরো মটর সাইকেল সহ চোর-মোঃ রবিউল বাসারকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরো একটি চায়না TURBO মটর সাইকেল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার সকালে আসামীকে চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।