শিক্ষা ডেস্ক :
বিশ্বকাপ উন্মাদনায় শুরু থেকেই মেতেছিল দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরো বিশ্বের মতো শাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বকাপের আমেজ, তৈরি হয়েছে উত্তেজনা। তবে এই উন্মাদনা, উত্তেজনার সমাপ্তি ঘটবে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার ফাইনাল খেলার শেষ বাঁশি বাজার মাধ্যমে।
টুর্নামেন্ট থেকে ব্রাজিল-জার্মানির মতো দল আগেই বিদায় নেয়ায় কিছুটা নিশ্চুপ এসব দলের সমর্থকরা। অন্যদিকে বেশ ফুরফুরে মেজাজে আছেন আর্জেন্টিনার ভক্তরা। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে দেশজুড়ে দেখা গেছে বাড়তি আমেজ। এর রেশ আছে শাবিপ্রবিতেও।
বিশ্বকাপ শুরুর প্রথম থেকেই শিক্ষার্থীদের এ উৎসব-উত্তেজনা-উদ্যাপনে পাশে থাকতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বাংলাদেশ ছাত্রলীগ শাবিপ্রবি শাখার উদ্যোগে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছিল। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে খেলাধুলা বিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’।
