শিক্ষা ডেস্ক :
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সোসাইটি’র উদ্যোগে তিন দিনব্যাপী ‘অরবিট্যাক্স সাস্ট এসডব্লিউই টেকনোভেন্ট-২০২৩’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিসটিংগুইজড অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, প্রোগ্রামের আহ্বায়ক সাস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সোসাইটির সভাপতি এবং আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম।
তিন দিনব্যাপী এ আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতাসমূহে অংশগ্রহণ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রুয়েটসহ ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীরা। প্রতিযোগিতাগুলোতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৭২০ জন শিক্ষার্থী তিনটি ইভেন্টে অংশগ্রহণ করেছে।
গত ২৭ জানুয়ারি (শুক্রবার) সকালে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তিনদিন ব্যাপী ‘টেকনোভেন্ট’ প্রতিযোগিতায় সেফালো ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম স্ট্রং নট এনাফ, রানারআপ হয়েছে বুয়েটের টিম আলুর দল। তৃতীয় হয়েছে আইইউসির টিম বার্কেম্প।
এ ছাড়া ক্যাপচার দ্যা ফ্ল্যাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে টিম ডিজক্লোসিফাই, দ্বিতীয় রানারআপ ফেডারেল বন ইনভেস্টিগেশন, হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে টিম পিক্সেল, রানারআপ হয়েছে টিম বুয়েট জিআরসি, তৃতীয় হয়েছে সাস্ট পনিক্স। এ ছাড়া ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট আরাও সাতটি দলকে পুরস্কৃত করা হয়।
তিন দিনব্যাপী এ ‘টেকনোভেন্ট’ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার সময় টেলিভিশন।
