হোম আন্তর্জাতিক শান্তির নোবেল গেল তিন দেশে

আন্তর্জাতিক ডেস্ক :

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছে মানবাধিকার সুরক্ষায় অবদানের জন্য। যৌথভাবে পুরস্কার পেয়েছেন বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি এবং রাশিয়া ও ইউক্রেনের দুটি মানবাধিকার সংগঠন। শুক্রবার (৭ অক্টোবর) বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নরওয়ের রাজধানী অসলোতে বিজয়ী ব্যক্তি ও সংস্থার নাম ঘোষণা করে নোবেল ইনস্টিটিউট।

পুরস্কারের ব্যাপারে নরওয়েজীয় নোবেল কমিটি বলেছে, মানবাধিকার সুরক্ষায় অবদান রাখায় বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালাৎস্কি, রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজকে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছে।

নরওয়েজীয় নোবেল কমিটির বিবৃতিতে আরও বলা হয়, ‘পুরস্কার বিজয়ীরা তাদের নিজ নিজ দেশের নাগরিক সমাজের প্রতিনিধিত্ব করেন। বহু বছর ধরে তারা ক্ষমতার রক্তচক্ষুকে অগ্রাহ্য করে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও একই সঙ্গে নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষায় কাজ করেছেন।’

শান্তিতে নোবেলজয়ী নির্বাচনের দায়িত্ব নরওয়েজিয়ান নোবেল কমিটির। অন্য নোবেল পুরস্কারগুলো সুইডেনের স্টকহোম থেকে ঘোষণা করা হলেও শান্তি পুরস্কার ঘোষণা দেয়া হয় নরওয়ের অসলো থেকে। কাজটি পুরস্কার প্রবর্তক আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ীই করা হয়।

পুরস্কার হিসেবে ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন শান্তিতে নোবেলজয়ী। গত বছর (২০২১) শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন দুই সাংবাদিক। তারা হলেন ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেসা ও রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ। সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে নিজ নিজ দেশে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় তাদের।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন