হোম অন্যান্যসারাদেশ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে কলারোয়ায় বিএনপি’র প্রস্তুতি সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে কলারোয়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬ মে) বেলা সাড়ে ১২টার দিকে পশুহাট মোড়স্থ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিনের বাস ভবনে (অস্থায়ী অফিস) ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সহ.সভাপতি সাবেক অধ্যক্ষ রইছউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক বি এম আফজাল হোসেন পলাশ, সদস্য হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহজালাল আহমেদ সাজু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শামিমুর রহমান দোয়েল, রোহান, ওমর খৈয়াম বাবুসহ দলীয় নেতৃবৃন্দ।

সভায় আগামি ৩০মে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন