হোম ফিচার শহীদদের রক্ত ও আত্মত্যাগ কখনো বৃথা যাবে না: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক :

যেসব সহযোদ্ধা শহীদ হয়েছেন, তাদের রক্ত ও আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিএনপির ভাষায় এ দানবীয় আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ চাইলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময়, সরকারবিরোধী আন্দোলন সফল করতে নেতাকর্মীদের রাজপথে নামার আহবান জানান বিএনপি মহাসচিব।

দলীয় কর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত গণজমায়েতে মিছিল-স্লোগানে মুখর ছিল নয়াপল্টন। খুলনায় বিভাগীয় সমাবেশের একদিন আগে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুর থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ শুরু হয়। কেন্দ্রীয় নেতারা দাবি করেন, কুটকৌশল করে বিভাগীয় সমাবেশ বানচালের চেষ্টা করছে ক্ষমতাসীনরা। বাধা দিলে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম বলেন, খেলা শুরু হয়ে গেছে। আর আওয়ামী লীগ হাবুডুবু খাচ্ছে। আওয়ামী লীগ লেজ গুটিয়ে দৌড় দিছে। তারেক রহমান দেশে এলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে খুঁজে পাওয়া যাবে না। আসন্ন দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হবে।

তিনি বলেন, পাঁচজনকে হত্যা করেছেন। প্রয়োজনে বুক পেতে দেব। কিন্তু আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না। যারা সমাবেশে যাওয়ার আগেই বাস চলাচল বন্ধ করে দেন, তাদের কালো তালিকা করা হবে। আমরা অনেক সহ্য করেছি আর নয়। আমরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে আওয়ামী লীগের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, খুলনার সমাবেশ ঘিরে পরিবহন বন্ধ করে লাভ নেই। অবিলম্বে মিথ্যা মামলা ও গুলি করে মানুষ হত্যা বন্ধ করতে হবে। ইতিহাস ভুলে যাবেন না। দেশের মানুষ কাউকে ক্ষমা করেনি। দেওয়ালের লিখন পড়ুন, সাধারণ মানুষের মনের ভাষা বুঝতে শিখুন। সরকার পদত্যাগ না করলে কঠোর আন্দোলনেরও হুমকি দেন তিনি।

ফখরুল বলেন, ‘আমাদের চলমান আন্দোলনের মূল লক্ষ্য এ সরকারের গণবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবিতে। সারাদেশে বিভিন্ন স্থানে নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে এ আন্দোলন।’

তিনি আরও বলেন, ‘আমরা বলতে চাই, আমাদের যেসব সহযোদ্ধা শহীদ হয়েছেন, তাদের রক্ত ও আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে এ দানবীয় আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ চাই।’

এদিকে, বৃহস্পতিবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিতে নিহত নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা দেয় বিএনপি। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের পক্ষে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

এ সময় সরকারবিরোধী আন্দোলন সফল করতে নেতাকর্মীদের রাজপথে নামার আহবান জানান বিএনপি মহাসচিব।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন