হোম অন্যান্যসারাদেশ শরীয়তপুর থেকে পালিয়ে আসা করোনা রোগী আশাশুনিতে উদ্ধার

শরীয়তপুর থেকে পালিয়ে আসা করোনা রোগী আশাশুনিতে উদ্ধার

কর্তৃক
০ মন্তব্য 123 ভিউজ

এম এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের কোডন্দা গ্রামের মৃত মানছুর মোল্যা পুত্র ডাবলু মোল্যা (২৬) শরীয়তপুরে, আংগুরা ইউনিয়নে ধান কাটতে গিয়ে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে সেখানে হোমকোয়ারেন্টিনে রেখে গত ১৭ মে নমুনা পরীক্ষা করা হয়। পরবর্তীতে গত ২১ মে তারিখে রিপোর্ট পজিটিভ হওয়ায় তাকে সেখানে আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা করা হলে সে পালিয়ে ট্রাক যোগে সাতক্ষীরা পালিয়ে আসে। শরীয়তপুর থেকে সংবাদ পেয়ে চেকপোস্ট বসানো হলে সে কৌশলে মাছের ট্রাকে অদ্য ২২ মে তারিখে ভোরে আশাশুনিতে পৌঁছে একটি ঘেরের বাসায় পালিয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার এর নির্দেশনা মোতাবেক আর এম ও ডাঃ দিলীপ বিশ্বাসের নেতৃত্বে করোনা কাজে নিয়োজিত মেডিকেল টিপস এবং এস আই শেখ বেলাল হোসেন,ও পিএস আই অভীক বড়ালের নেতৃত্বে পুলিশ ফোর্স এর সহযোগিতায় করোনা রোগীর বাড়িতে যে সেখান থেকে তাকে উদ্ধার পূর্বক নিজ বাড়িতে হোম কোয়ারান্টাইনে রাখা হয় পাশাপাশি আশাশুনি থানা পুলিশএলাকায় সতর্কতা মূলক মাইকিং, লাল পতাকা ও লক ডাউন সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা উক্ত লকডাউন কৃত পরিবারের জন্য খাদ্য সামগ্রী সব প্রয়োজনীয় ঔষধ এর ব্যবস্থা করেন। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল টিমের স্যানিটারী ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এনামুল হক, স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপন, অফিস সহকারী জাকির হোসেন, ড্রাইভার আজমল হোসেন রাজ প্রমূখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন