হোম জাতীয় শনির আখড়া থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

জাতীয় ডেস্ক :

রাজধানীর শনির আখড়া থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি জাহাঙ্গীর আলমকে (৫৪) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) কদমতলী থানাধীন শনির আখড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মৃত নরুল হুদার ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব-১০।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জাহাঙ্গীর অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। মামলা হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। নিজেকে আইনের হাত থেকে বাঁচাতে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন