হোম রাজনীতি শনিবার জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি, জনসাধারণকে হাসপাতালে ভিড় না করার অনুরোধ

শনিবার জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি, জনসাধারণকে হাসপাতালে ভিড় না করার অনুরোধ

কর্তৃক Editor
০ মন্তব্য 52 ভিউজ

নিউজ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আগামীকাল শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অনুষ্ঠিত হবে। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

আজ শুক্রবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।

তিনি জানান, সম্প্রতি এক সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার হৃদযন্ত্রে ৫টি ব্লক ধরা পড়ে, যার মধ্যে কয়েকটি গুরুতর। তবে বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল আছেন।

মিয়া গোলাম পরোয়ার বলেন, অনেকেই বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু ডা. শফিকুর রহমান নিজেই দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল দেশবাসীর কাছে ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন