নড়াইল অফিস :
নড়াইলের লোহাগড়ায় মালতি বালা ঘোষ (৭৫) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে লোহাগড়া থানাপুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নেয়। নিহত বৃদ্ধা উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চরদিঘলিয়া গ্রামের মৃত গুরুচরণ ঘোষের স্ত্রী।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মালতি বালার এক ছেলে ও চার মেয়ে। ছেলে কুমিল্লায় পল্লী চিকিৎসক হিসেবে কাজ করেন। মেয়েদের বিয়ে হয়ে গেছে। বাড়িতে তিনি একাই বসবাস করেন। নিহত মালতি বালার বৌদি গায়ত্রি রানী ঘোষ পাশের বাড়ি থেকে তাঁকে সকাল আটটার দিকে নাস্তা করার জন্য ডাকতে যান। গিয়ে দেখেন ঘরে ঢোকার লোহার গ্রিলের তালা ও দরজা খোলা। বিছানায় তাঁর লাশ পড়ে আছে। আশপাশের লোকজন আসেন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল আজ মঙ্গলবার বিকেলে বলেন, তাঁর গলায় দাগ আছে। ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
