হোম অন্যান্যসারাদেশ লিবিয়ায় নিহত রাকিবুলের বাড়িতে চলছে শোকের মাতম

লিবিয়ায় নিহত রাকিবুলের বাড়িতে চলছে শোকের মাতম

কর্তৃক
০ মন্তব্য 95 ভিউজ

যশোর অফিস :
মুক্তিপণের দশ লাখ টাকা দিতে রাজি হলেও শেষ রক্ষা হয়নি রকিবুলের। মানবপাচারকারীদের বুলেটের আঘাতে নিহত অপর ২৫ বাংলাদেশির মতো তাকেও জীবন দিতে হয়েছে। আর তার মৃত্যুর খবরে শোকের মাতম বইছে যশোরের ঝিকরগাছা উপজেলার খাটবাড়িয়া গ্রামের বাড়িতে।
লিবিয়ায় গত বৃহস্পতিবার অপহরণকারীদের হাতে নিহত ২৬ বাংলাদেশির একজন যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের খাটবাড়িয়ার গ্রামের ঈসরাইল হোসেন দফাদারের ছোট ছেলে রকিবুল ইসলাম রকি। সংসারে সচ্ছলতা আনতে মাত্র ২০ বছর বয়সে মাতৃভূমি ছেড়ে পাড়ি জমিয়েছিল লিবিয়ায়। ভিটে বাড়ির একটি অংশ বিক্রি করে ও এনজিও থেকে ঋণ নিয়ে দালালের মাধ্যমে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি বাড়ি ছেড়েছিল সে। গিয়েছিল ভাগ্য পরিবর্তন ও জন্মদাতা বাবা-মায়ের মুখে একটু হাসি ফোটাতে। কিন্তু বাবা মায়ের মুখে হাসি ফোটানোর পরিবর্তে তাদের বুকে এখন এক সাগর কান্না। এখন তারা অন্তত রকির মরহেদটা ফেরত চান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন