হোম আন্তর্জাতিক লিজ ট্রাসের পর কে হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন লিজ ট্রাস। নানা নাটকীয়তা শেষে মাত্র ৪৫ দিনের মাথায় বৃহস্পতিবার (২০ অক্টোবর) পদত্যাগের ঘোষণা দেন তিনি। গত সেপ্টেম্বর মাসে প্রতিদ্বন্দ্বী সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে হারিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন লিজ ট্রাস।

দলের নতুন নেতা নির্বাচন নিয়ে ট্রাস বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দলের নতুন নেতা নির্বাচন করা হবে। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, কে হবেন নতুন নেতা? এমন প্রশ্নের জবাবে কয়েকটি নাম এরইমধ্যে সামনে এসেছে। এর মধ্যে প্রথমেই রয়েছে নেতৃত্ব বাছাইয়ে ট্রাসের প্রতিদ্বন্দ্বী সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের নাম।

এছাড়া বর্তমান অর্থমন্ত্রী জেরেমি হান্ট, হাউস অব কমন্সের নেতা পেনি মরডান্ট ও প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসও এগিয়ে রয়েছেন।

এমনকি, বুধবার (১৯ অক্টোবর) পদত্যাগ করা পররাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনেরও আরও একবার নেতা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

ট্রাসের পদত্যাগের পরই নেতৃত্ব বাছাইয়ের বিষয়ে কথা বলেছেন পার্লামেন্টের ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্রাডি। তিনি বলেন, আগামী ২৯ অক্টোবরের মধ্যে নেতৃত্ব মনোনয়ন শেষ হবে।

স্কাই নিউজ জানিয়েছে, পেনি মরডান্ট নেতৃত্বের লড়াইয়ে অংশ নিতে পারেন বলে তার সহকর্মীদের মুখে শোনা যাচ্ছে।

আইন ও বিচারমন্ত্রী ব্রানডন লুইসও অংশ নিতে পারেন বলে মনে করা হচ্ছে। এদিকে ঋষি সুনাকের ঘনিষ্ঠরা বলছেন, সুনাকের নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন