অনলাইন ডেস্ক :
শুধু সিনেমার জগতেই নয়, সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। প্রায়ই তিনি নিজের ফিটনেস চ্যালেঞ্জের ভিডিও শেয়ার করে থাকেন। এবার লাল শাড়ি পরা শিল্পা শেঠির ‘নাগিন’ নাচ ভাইরাল হলো।
ভিডিওটি দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে শিল্পাকে লাল শাড়ি পরে নাচতে দেখা যায়। দ্বিতীয় ভাগে একেবারেই অন্যরকম লুক তার।
‘নিকম্মা’-তে অভিমন্যু দসানী ও শার্লি সেতিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে।