হোম জাতীয় লালমনিরহাটে ইয়াবাসহ ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

জাতীয় ডেস্ক:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ছাত্রদলের আহ্বায়ক হামিদুল হক নয়নকে (৩০) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ আগস্ট) রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া সরকারি স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। হামিদুল কালীগঞ্জ উপজেলা শাখার ছাত্রদলের আহ্বায়ক ও ভোটমারী ইউনিয়নের আমিনুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া এলাকায় হামিদুল হক নয়নকে আটক করা হয়। পরে তল্লাশি করলে ২৫ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তাকে আটক করা হলেও তার সঙ্গে থাকা অপরজন পালিয়ে যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, রাতে উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি দল ২৫ পিস ইয়াবাসহ হামিদুলকে গ্রেফতার করে। রাতেই মামলা দিয়ে শনিবার (৫ আগস্ট) সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন