হোম অন্যান্যসারাদেশ রেশনকার্ড এর নামের তালিকায় দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

শ্যামনগর উপজেলার ২ নং কাশীমাড়ি ইউনিয়নে রেশনকার্ড এর তালিকায় দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে ইউনিয়নের আংশিক জনগণ। ২৩ শে আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় কাশীমাড়ি নতুন বাজারে এ মানববন্ধন হয়।

এখানে উপস্থিত ছিলেন কাশীমাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শোমশের ঢালী,সাধারণ সম্পাদক আবুল হোসেন,৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শানাউল্লাহ , ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক খোকন সানা এবং ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এশার আলী সহ অনেকেই।

এসময় বক্তারা বলেন যে আমরা নির্বাচনের সময় নৌকায় ভোট দিছিলাম এজন্য আমাদের ও আমাদের লোকজনের রেশনকার্ডের নাম কেটে দিছে, দিয়ে নিজের লোকজনদের নাম বসিয়ে দিছে , তিনি যাদের নাম দিছে তারা বেশির ভাগ অর্থ শালী মানুষ।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিছুর জামানের সাথে মূঠোফনে 01715388029 এই নং একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভাব হয়নি।

এদিকে ইউনিয়নের সুশীল সমাজ গরিব দুঃখী মানুষের রেশনকার্ডের নাম কেটে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন