হোম জাতীয় রেল পুলিশের সদস্য সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক:

দেশে রেল পুলিশের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, রেল মন্ত্রণালয় আরও ফোর্স চেয়ে চিঠি দিয়েছে আমাদের কাছে। আমরা নিশ্চয়ই আলোচনা করে দেখবো। রেল পুলিশ বলে আমাদের একটা ডিপার্টমেন্টই আছে, তারা আলোচনা করে সেখানে লোকবল বাড়াতে যা প্রয়োজন নিশ্চয়ই করা হবে।

গাজীপুরে রেললাইন কাটার বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ঘটনাস্থল এলাকায় মানুষ থাকে না, জনবসতিও নাই। একটা কুয়াশার রাত ছিল। যেভাবেই হোক দুর্ঘটনাটা ঘটেছে। এজন্য দুটি তদন্ত টিম তাৎক্ষণিক দেয়া হয়েছে। তারা কাজ করছে। এ ঘটনার মাস্টারপ্ল্যানার যারা, সবাইকেই আমরা শনাক্ত করবো। শিগগির আমরা ধরতে পারবো বলে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, ২০১৪ সালে আপনারা অগ্নিসন্ত্রাস দেখেছেন। তখনও রেললাইন উপড়ে ফেলা হয়েছিল। সেটাও দেখেছেন। জানমালের ক্ষতি তো হয়েছে, নিরীহ মানুষকেও হত্যা করা হয়েছে। এবারও আমরা বিষয়টি লক্ষ্য করছি। তারা শুধু গাড়িতে অগ্নিসংযোগ করছে না, রেললাইনও উপড়ে ফেলছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং সাতজন গুরুতর আহত অবস্থায় আছে।

রেললাইন উপড়ে ফেলা সত্যিই অত্যন্ত দুঃখজনক জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশকে ভালোবাসে তারা এ ধরনের কাজ করতে পারে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা তারা স্পষ্ট জেনেছে। এ জন্য নির্বাচন না করে তারা নাশকতা ঘটাচ্ছে। আমরা মনে করি, দেশের মানুষই সবগুলো ঘটনার সঠিক জবাব দেবে।

পাইকগাছায় গভীর রাতে আদালতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ জায়গায় কারও গাফিলতি আছে কিনা আমরা দেখছি। এ ঘটনা যারা ঘটিয়েছে আমরা নিশ্চয়ই তাদের ধরে ফেলতে পারবো।

এ সময় বিভিন্ন কার্যক্রমের জন্য তিনি পুলিশের প্রশংসা করেন। মন্ত্রী বলেন, ‘আমি মনে করি ১৫ বছর আগের যে পুলিশ, এখনকার পুলিশের মধ্যে অনেক পার্থক্য আছে। এরা দেশপ্রেমিক, দেশের জন্য জীবন উৎসর্গ করছে। কাজেই পুলিশ জানমাল রক্ষা করে নির্বাচনটি সুন্দরভাবে উঠিয়ে দিতে পারবে বলে মনে করি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন