ফকিরহাট (বাগেরহাট) :
খুলনার রূপসায় করোনা উপসর্গ নিয়ে আল মামুন (৩৩) নামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তিনি হাসপাতালেই মারা যান।
হাসপাতাল কর্তৃপক্ষ তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠিয়েছেন। সে উপজেলার গোয়ালবাথান এলাকার বাসিন্দা পুলিশের সাবেক কর্মকর্তা ফকরুল আলমের পুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
