জাতীয় ডেস্ক:
বান্দরবানের রুমা উপজেলা থেকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন: লাল কাপ খুম বম (২৬), কল জা থাং বম (৩৫), বান থা লিয়ান বম (৩৪), লাল এং বার বম (৩৫) ও দেমেন্দ্র ত্রিপুরা (৪৮)।
গ্রেফতার চারজনের বাড়ি রুমা সদর ইউনিয়নের এবং একজনের বাড়ি রোয়াংছড়ির ব্যংছড়ি এলাকায়। তাদের বিরুদ্ধে রুমা থানায় তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলা রয়েছে। বুধবার (১৪ জুন) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, হত্যা মামলা ও একটি অস্ত্র মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।